জামালপুরের সরিষাবাড়ীতে বুদ্ধি প্রতিবন্ধী মমিনুল ইসলাম মমিন (১৮) হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি সীমান্তকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। ধনবাড়ি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মমিনুল ইসলাম মমিন। গত বুধবার বিকালে মমিন ও তার ছোট বোন ডোয়াইল ইউনিয়নে নানা বাড়িতে বেড়াতে যায়।