জামালপুরে মেয়াদ উত্তীর্ণ জেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

- আপডেট সময় : ০৪:০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫ ২২ বার পড়া হয়েছে
মেয়াদ উত্তীর্ণ ৮ বছরের জেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জামালপুর জেলা বিএনপির বিক্ষুব্ধ একটি অংশ। আজ শনিবার (১ মার্চ) বিকাল ৫টা দিকে জামালপুর শহরের বকুলতলা চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
বিএনপির দলীয় সুত্রে জানা যায়, ২০১৬ সালে জামালপুর জেলা বিএনপির ক্রি বার্ষিক সম্মেলনের মাধ্যমে ফরিদুল কবীর তালুকদার শামীমকে সভাপতি ও অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনকে সাধারণ সম্পাদক করে পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নিয়মানুযায়ী তিন বছর পর পর সম্মেলন হওয়ার কথা তবে এ কমিটি দীর্ঘ প্রায় ৮ বছর ধরে সেই কমিটিই বহাল রয়েছে। এ মেয়াদ উত্তীর্ণ জেলা কমিটি বাতিলের দাবিতেই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা।
এ উপলক্ষে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন,’জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদ,শহর বিএনপির সহ-সভাপতি মোশারফ হোসেন, জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণু চন্দ মন্ডল, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাহাবুবর রহমান জ্বিলানী, এবং জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাহাদত হোসেন সাগর, মেলান্দহ উপজেলা বিএনপি নেতা আজম খান প্রমুখ।’
বক্তারা বলেন, বিগত ১৭ বছর ধরে জেলা কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ সকল পদে একই ব্যক্তি দায়িত্বে রয়েছেন। ৮ বছর ধরে জেলা বিএনপি কমিটি মেয়াদ উত্তীর্ণ হয়ে পড়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে কমিটি বাতিল নতুন কমিটির মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মতো কমিটি দেয়ার দাবি জানান নেতাকর্মীরা।
বিক্ষোভ সমাবেশ শেষে বকুলতলা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা মেয়াদ উত্তীর্ণ জেলা বিএনপির কমিটির বাতিলের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের দয়াময় মোড় চত্বরে গিয়ে শেষ হয়।