পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে রমজানের পবিত্রতা রক্ষায় বরগুনার বেতাগীতে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেতাগী শাখা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ মাগরিবের পর রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে বেতাগী উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. সাইদুল ইসলাম সোহরাবের সভাপতিত্বে এবং জামায়াতের সেক্রেটারি প্রভাষক মো. শাহাদাৎ হোসেনের পরিচালনায় এ র্যালি বের করা হয়।
বেতাগী বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড চৌমাথায় এসে সমাবেশে মিলিত হয়। এসময় জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।