ঢাকা থেকে প্রেমিকার খোঁজে খুলনা, ভৈরব নদে মিলল যুবকের লাশ

- আপডেট সময় : ০৩:৩৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
ঢাকা থেকে খুলনায় মামাবাড়ি এসে প্রেমিকার খোঁজে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাজকীর আহমেদ। কিন্তু ৭ দিন পর তার বস্তাবন্দি লাশ উদ্ধার হলো ভৈরব নদ থেকে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর খানজাহান আলী থানা সংলগ্ন ভৈরব নদ থেকে তার লাশ উদ্ধারের পর আত্মীয়-স্বজন সেটি তাজকীরের লাশ বলে শনাক্ত করেন।
খালিশপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাজকীর আহমেদ গত ২১ ফেব্রুয়ারি ধানমন্ডির বাসা থেকে নগরীর খালিশপুর থানাধীন গোয়ালখালী এলাকাস্থ তার মামার বাড়িতে আসেন।
সেখান থেকে খালিশপুরে প্রেমিকা সীমার সঙ্গে দেখা করতে বের হয়ে নিখোঁজ হন।
এ ব্যাপারে তার বাবা মুরাদ হোসেন গত ২২ ফেব্রুয়ারি কেএমপির খালিশপুর থানায় একটি জিডি করেন। পরে তার প্রেমিকার সন্ধান পাওয়ার পর জিডিকে মামলায় রূপ দেওয়া হয়। মামলায় সাতজনকে আসামি করা হলেও তাজকীরের প্রেমিকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের কাছে তাজকীরের প্রেমিকা সীমার দাবি করেন, তার মোবাইল ব্যবহার করে তার সাবেক স্বামী অভি তাজকীরকে ডেকে নিয়ে আসেন। তারপর তাকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হতে পারে। তবে এ ঘটনার পর অভি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
খানজাহান আলী থানার ওসি কবির হোসেন বলেন, লাশটি পচে-গলে যাওয়ায় কিভাবে হত্যা করা হয়েছে সেটি বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালর মর্গে পাঠানো হয়েছে।