ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বাড়িতে ঢুকে বিএনপি নেতা ও তার স্ত্রীকে পেটাল আ.লীগ নেতা

কুষ্টিয়া প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৩২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
দৈনিক মিরর টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার কুমারখালীতে বাড়িতে হামলা চালিয়ে সাইদুল ইসলাম ফড়িং নামে বিএনপির এক নেতা ও তার স্ত্রীকে পিটিয়ে আহত করেছেন আওয়ামী লীগ নেতা ও তার গুণ্ডাবাহিনী। 

 

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শিলাইদহ ইউনিয়নের মাঝগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। আহত বিএনপি নেতা সাইদুল ও তার স্ত্রী বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

 

সাইদুল ইসলাম শিলাইদহ ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তিনি পেশায় একজন শিক্ষক।

 

আহত এই বিএনপি নেতা জানান, আওয়ামী লীগ সরকারের সময় শিলাইদহ ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ তার বিরুদ্ধে মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করেন। এলাকায় প্রভাব বিস্তার করতে সাইদুল প্রতিনিয়ত তাদের কোণঠাসা করে রাখতেন। আওয়ামী সরকারের পতনের পর ডেভিল হান্ট অপারেশনে আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী পালিয়ে গেলেও আসাদ এখনো পর্যন্ত এলাকায় আধিপত্য বিস্তার করে রেখেছে। 

 

তিনি বলেন, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ ২টা মোটরসাইকেলে আসাদসহ কয়েকজন তাদের বাড়িতে এসে দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালিয়ে মারাত্মক আহত করে। এ সময় তার স্ত্রী ঠেকাতে গেলে তাকেও পিটিয়ে আহত করে ঘরে রাখা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। 

 

সাইদুল ইসলাম জানান, পরে স্থানীয়রা তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে মেডিকেল কলেজে চিকিৎসাধীন। 

 

স্থানীয়রা জানান, সাইদুল ইসলাম ফড়িং মাস্টারের পরিবারের চিৎকারে বাড়িতে এসে তারা আসাদকে দলবল নিয়ে চলে যেতে দেখেন। এ সময় মাস্টারকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। গহনা ও নগদ টাকা নিয়ে যাওয়ার বিষয়টিও জানতে পারেন। 

 

কুমারখালী থানার ওসি সোলায়মান শেখ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাড়িতে ঢুকে বিএনপি নেতা ও তার স্ত্রীকে পেটাল আ.লীগ নেতা

আপডেট সময় : ০১:৩২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

কুষ্টিয়ার কুমারখালীতে বাড়িতে হামলা চালিয়ে সাইদুল ইসলাম ফড়িং নামে বিএনপির এক নেতা ও তার স্ত্রীকে পিটিয়ে আহত করেছেন আওয়ামী লীগ নেতা ও তার গুণ্ডাবাহিনী। 

 

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শিলাইদহ ইউনিয়নের মাঝগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। আহত বিএনপি নেতা সাইদুল ও তার স্ত্রী বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

 

সাইদুল ইসলাম শিলাইদহ ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তিনি পেশায় একজন শিক্ষক।

 

আহত এই বিএনপি নেতা জানান, আওয়ামী লীগ সরকারের সময় শিলাইদহ ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ তার বিরুদ্ধে মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করেন। এলাকায় প্রভাব বিস্তার করতে সাইদুল প্রতিনিয়ত তাদের কোণঠাসা করে রাখতেন। আওয়ামী সরকারের পতনের পর ডেভিল হান্ট অপারেশনে আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী পালিয়ে গেলেও আসাদ এখনো পর্যন্ত এলাকায় আধিপত্য বিস্তার করে রেখেছে। 

 

তিনি বলেন, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ ২টা মোটরসাইকেলে আসাদসহ কয়েকজন তাদের বাড়িতে এসে দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালিয়ে মারাত্মক আহত করে। এ সময় তার স্ত্রী ঠেকাতে গেলে তাকেও পিটিয়ে আহত করে ঘরে রাখা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। 

 

সাইদুল ইসলাম জানান, পরে স্থানীয়রা তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে মেডিকেল কলেজে চিকিৎসাধীন। 

 

স্থানীয়রা জানান, সাইদুল ইসলাম ফড়িং মাস্টারের পরিবারের চিৎকারে বাড়িতে এসে তারা আসাদকে দলবল নিয়ে চলে যেতে দেখেন। এ সময় মাস্টারকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। গহনা ও নগদ টাকা নিয়ে যাওয়ার বিষয়টিও জানতে পারেন। 

 

কুমারখালী থানার ওসি সোলায়মান শেখ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।