সংবাদ শিরোনাম ::
হাদিসের বাণী
মাকে পিঠে বহন করে কাবাঘর তাওয়াফ

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:১৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ৮ বার পড়া হয়েছে
আবু বুরদা (রহ.) বলেছেন, একদা তিনি আবদুল্লাহ ইবনে উমর (রা.)-এর সঙ্গে ছিলেন। তখন দেখা যায়, ইয়েমনের এক ব্যক্তি তার মাকে পিঠে বহন করে বাইতুল্লাহ তাওয়াফ করছিল।
আর বলছিল, ‘আমি তার জন্য তার অনুগত উটের মতো এবং আমি তার পাদানিতে আঘাত পেলেও তা সহ্য করি।’
অতঃপর তিনি ইবনে উমর (রা.)-কে বললেন, আপনি কি মনে করেন, আমি আমার মায়ের প্রতিদান দিতে পেরেছি? তিনি বললেন, না।
তুমি তার একটি শ্বাসের প্রতিদানও দাওনি। অতঃপর ইবনে উমর (রা.) তাওয়াফ করলেন। তিনি মাকামে ইবরাহিমে পৌঁছে দুই রাকাত নামাজ পড়ার পর বললেন, ‘হে আবু মুসার সন্তান, প্রতি দুই রাকাত নামাজ আগের গুনাহের কাফফারা। (আল-আদাবুল মুফরাদ, হাদিস :