বেরোবিতে ধর্ষণ-ছিনতাইয়ের বিরুদ্ধে মশাল মিছিল

- আপডেট সময় : ০২:৫২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ১১ বার পড়া হয়েছে
সারা দেশে ছিনতাই, ধর্ষণ, সন্ত্রাসী ও চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে মশাল মিছিল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মশাল মিছিল শুরু হয়ে রংপুর-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে খামার মোড় ঘুরে প্রধান ফটকে এসে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন। রোবায়েত জিসান নামের এক শিক্ষার্থী বলেন, ‘দেশে নারীদের প্রতি সহিংসতা ও শিশু ধর্ষণের ঘটনা দিন দিন বেড়েই চলেছে।
দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি না পাওয়ায় এই অপরাধ থামছে না। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।’
আরেক শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, ‘আমরা বারবার দেখেছি, সন্ত্রাস ও নারী-শিশু নির্যাতনের ঘটনা ঘটছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে অপরাধীরা শাস্তি পাচ্ছে না। বিচারহীনতার এই সংস্কৃতি বন্ধ না হলে এ ধরনের অপরাধ আরও বাড়বে।
আমরা চাই, প্রতিটি অপরাধের দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত করা হোক, যেন ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।’
তিনি আরও বলেন, ‘শুধু আইন প্রণয়ন করলেই হবে না, তার সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের সমন্বিত উদ্যোগ ছাড়া এসব অপরাধ নির্মূল করা সম্ভব নয়। আমরা আজকের এই মশাল মিছিলের মাধ্যমে জানিয়ে দিতে চাই—এখনই সময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর!’