ফিটনেসবিহীন বাস অপসারণ চায় ইবির ইসলামী ছাত্র আন্দোলন

- আপডেট সময় : ০১:২৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
অনতিবিলম্বে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন পুল থেকে যেসমস্ত ফিটনেসবিহীন বাস রয়েছে সেগুলো অপসারণ করার দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সংগঠনটি এক বিবৃতির মাধ্যমে এই দাবি করেন। এর-আগে সকালে বিশ্ববিদ্যালয়ের ভাড়াকৃত একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার কবলে পরে।
বিবৃতিতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে নতুন বাস সংযুক্ত করতে হবে ও ক্রমান্বয়ে ভাড়ায় চালিত বাস বাদ দিতে হবে এবং বাসের গতিবিধি নিয়ন্ত্রণ করার্থে এবং সুষ্ঠু ভাবে পরিচালনায় পরিবহন প্রশাসকের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দিতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, ক্যাম্পাসের পরিবহনের এহেন অবস্থার দ্বায় স্বীকার করে প্রো-ভিসি কে পরিবহন প্রশাসকের পদ থেকে পদত্যাগ করতে হবে এবং যোগ্য ও দায়িত্বপরায়ণ একজন শিক্ষক কে পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগ দিতে হবে। সর্বোপরি, ক্যাম্পাস প্রশাসন কে উপরোক্ত দাবি সমূহকে বিবেচনায় নিয়ে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হবে।
এছাড়াও অনতিলম্বে ইবির পরিবহন পুল থেকে ফিটনেসবিহীন সব বাস অপসারণ করতে হবে এবং অযোগ্য, অপ্রশিক্ষিত ও উদ্ভট মস্তিষ্কের চালকদের বাদ দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের গাড়ী চালকদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও কাউন্সিলিং এর ব্যবস্থা করতে হবে বলে দাবি জানান তারা।
উল্লেখ্য মঙ্গলবার সকাল ১০.৩০ মিনিটে কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসগামী বাস মাঝপথে ওভারটেইক করতে গিয়ে খাদে পড়ে ১৫ জনের অধিক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটে।