স্বামীর সঙ্গে ঝগড়া, রাগে সন্তানদের কুয়ায় ফেলে হত্যা করলেন মা

- আপডেট সময় : ০৪:২৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
ভারতের বিহারে পারিবারিক কলহের জেরে নিজের তিন সন্তানকে কুয়ায় ফেলে হত্যা করেছেন এক নারী। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে রাজ্যের সমাস্তিপুর জেলায়। ঘটনার পর অভিযুক্ত মহিলা (৩৬) সীমা দেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া নারী সীমা দেবির স্বামী চন্দন মহাত্তার সঙ্গে ঝগড়ার পর সন্তানদের মারধর করেন তিনি। একপর্যায়ে তাদের একে একে কুয়ায় ফেলে দেন।
মৃত তিন সন্তান হল- তরুণ (৬), তানিয়া (৪) ও তানিস্ক (২)। সন্তানদের হত্যার পর সীমা দেবি স্বামীকে জানান, তারা নিখোঁজ হয়েছে। এরপর পুলিশের কাছে অভিযোগও দায়ের করেন।
পুলিশ তদন্ত শুরু করলে বাড়ির কাছাকাছি একটি কুয়ায় তিন শিশুর মরদেহ পাওয়া যায়। সীমা দেবিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সন্তানদের হত্যার কথা স্বীকার করেন।
পুলিশ জানিয়েছে, সীমা দেবির বিরুদ্ধে হত্যা মামলার প্রক্রিয়া চলছে।