ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ইবির বাস উল্টে পড়ে গেল ধানখেতে, আহত ২০

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ৮ বার পড়া হয়েছে
দৈনিক মিরর টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার বিত্তিপাড়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস উল্টে সড়কের পাশের ধানখেতে পড়ে গেছে। এতে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন।  মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী বিত্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

বাসের এক শিক্ষার্থী জানান, মঙ্গলবার সকাল ১০টায় কুষ্টিয়া শহর থেকে শিক্ষার্থীদের নিয়ে বাসটি ইবি ক্যাম্পাসে যাচ্ছিল। মাঝপথে বাসের চালক ঘুমিয়ে পড়ে। বিত্তিপাড়া লালন ফিলিং স্টেশনের কাছে পৌছালে হঠাৎ বাস সড়কের পাশে ধানখেতে উল্টে যায়। বাসে অন্তত ৪০ জন শিক্ষার্থী ছিল।

 

অনেকেই মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছে। কারও কারো হাত পায়ে হালকা জখম হয়েছে। ধানের মাঠ কাদা পানি হওয়ায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে শিক্ষার্থীরা।

 

 

আরেক শিক্ষার্থী বলেন, আরও বড় দুর্ঘটনা হতে পারতো, চালকের বিরুদ্ধে ব্যবস্থা চান তারা। পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় বাসের সিটের নিচে কেউ আটকে আছে দেখছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

 কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল-মামুন গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীদের নিয়ে বাসটি কুষ্টিয়া শহর থেকে বিশ্ববিদ্যালয়ে উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে বিত্তিপাড়ার মাঠের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধাণখেতে উল্টে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশের টিম গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইবির বাস উল্টে পড়ে গেল ধানখেতে, আহত ২০

আপডেট সময় : ০৯:০৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

কুষ্টিয়ার বিত্তিপাড়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস উল্টে সড়কের পাশের ধানখেতে পড়ে গেছে। এতে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন।  মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী বিত্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

বাসের এক শিক্ষার্থী জানান, মঙ্গলবার সকাল ১০টায় কুষ্টিয়া শহর থেকে শিক্ষার্থীদের নিয়ে বাসটি ইবি ক্যাম্পাসে যাচ্ছিল। মাঝপথে বাসের চালক ঘুমিয়ে পড়ে। বিত্তিপাড়া লালন ফিলিং স্টেশনের কাছে পৌছালে হঠাৎ বাস সড়কের পাশে ধানখেতে উল্টে যায়। বাসে অন্তত ৪০ জন শিক্ষার্থী ছিল।

 

অনেকেই মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছে। কারও কারো হাত পায়ে হালকা জখম হয়েছে। ধানের মাঠ কাদা পানি হওয়ায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে শিক্ষার্থীরা।

 

 

আরেক শিক্ষার্থী বলেন, আরও বড় দুর্ঘটনা হতে পারতো, চালকের বিরুদ্ধে ব্যবস্থা চান তারা। পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় বাসের সিটের নিচে কেউ আটকে আছে দেখছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

 কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল-মামুন গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীদের নিয়ে বাসটি কুষ্টিয়া শহর থেকে বিশ্ববিদ্যালয়ে উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে বিত্তিপাড়ার মাঠের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধাণখেতে উল্টে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশের টিম গেছে।