ঢাকা ০১:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ফিলিস্তিনিদের মুক্তিতে নতুন শর্ত দিলো ইসরায়েল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ বার পড়া হয়েছে

কফিনে রাখা ইসরায়েলি জিম্মিদের মরদেহ। যদিও এরমধ্যে একটি ছিল গাজার এক নারীর মরদেহ। যেটি ভুলে ইসরায়েলে পাঠানো হয়।

দৈনিক মিরর টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে গত শনিবার ছয় ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওইদিন দখলদার ইসরায়েলের ৬০২ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা ছিল। তবে চুক্তির শর্ত ভঙ্গ করে এখনো সেসব ফিলিস্তিনিকে মুক্তি দেয়নি তারা।

 

এরমধ্যে আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) নতুন শর্ত দিয়েছে ইসরায়েল। তারা বলেছে, যদি হামাস তাদের আরও চার জিম্মির মরদেহ ফেরত দেয় এবং এগুলো ফেরত দেওয়ার সময় কোনো ধরনের আনুষ্ঠানিকতা না করে তাহলে আজই ৬০২ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে।

 

ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েনেত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। তারা বলেছে, নতুন শর্তের ব্যাপারে মধ্যস্থতাকারী দেশগুলোতে অবহিত করা হয়েছে। তবে মধ্যস্থতাকারী দেশগুলো কী জানিয়েছে, এ ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। এছাড়া হামাসও কোনো প্রতিক্রিয়া জানায়নি।

 

গত ১৯ জানুয়ারি দখলদার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। তিন ধাপের এ যুদ্ধবিরতিটির প্রথম ধাপ চলছে এখন। এই প্রথম ধাপে জীবিত ও মৃত ৩৩ জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে হামাসের। যা এখন পর্যন্ত পালন করেছে তারা। কিন্তু ইসরায়েল শর্ত ভঙ্গ করে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি আটকে রেখেছে। হামাস জানিয়েছে, যতক্ষণ এই বন্দিদের মুক্তি না দেওয়া হবে তারা ততদিন যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে কোনো আলোচনা করবে না। এরমধ্যে গতকাল যুদ্ধপরাধের দায়ে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুমকি দেন, তারা যে কোনে মুহূর্তের আবারও গাজায় বর্বর হামলা চালানো শুরু করবেন।-সূত্র: টাইমস অব ইসরায়েল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফিলিস্তিনিদের মুক্তিতে নতুন শর্ত দিলো ইসরায়েল

আপডেট সময় : ০২:০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে গত শনিবার ছয় ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওইদিন দখলদার ইসরায়েলের ৬০২ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা ছিল। তবে চুক্তির শর্ত ভঙ্গ করে এখনো সেসব ফিলিস্তিনিকে মুক্তি দেয়নি তারা।

 

এরমধ্যে আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) নতুন শর্ত দিয়েছে ইসরায়েল। তারা বলেছে, যদি হামাস তাদের আরও চার জিম্মির মরদেহ ফেরত দেয় এবং এগুলো ফেরত দেওয়ার সময় কোনো ধরনের আনুষ্ঠানিকতা না করে তাহলে আজই ৬০২ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে।

 

ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েনেত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। তারা বলেছে, নতুন শর্তের ব্যাপারে মধ্যস্থতাকারী দেশগুলোতে অবহিত করা হয়েছে। তবে মধ্যস্থতাকারী দেশগুলো কী জানিয়েছে, এ ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। এছাড়া হামাসও কোনো প্রতিক্রিয়া জানায়নি।

 

গত ১৯ জানুয়ারি দখলদার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। তিন ধাপের এ যুদ্ধবিরতিটির প্রথম ধাপ চলছে এখন। এই প্রথম ধাপে জীবিত ও মৃত ৩৩ জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে হামাসের। যা এখন পর্যন্ত পালন করেছে তারা। কিন্তু ইসরায়েল শর্ত ভঙ্গ করে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি আটকে রেখেছে। হামাস জানিয়েছে, যতক্ষণ এই বন্দিদের মুক্তি না দেওয়া হবে তারা ততদিন যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে কোনো আলোচনা করবে না। এরমধ্যে গতকাল যুদ্ধপরাধের দায়ে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুমকি দেন, তারা যে কোনে মুহূর্তের আবারও গাজায় বর্বর হামলা চালানো শুরু করবেন।-সূত্র: টাইমস অব ইসরায়েল