ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ১২ বার পড়া হয়েছে
দৈনিক মিরর টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের আইনশৃঙ্খলা অবনতির দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। এরপর মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা সড়ক ২০ মিনিট অবরোধ করেন এবং সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

মিছিলে তারা ‘দফা এক দাবি এক, জাহাঙ্গীরের পদত্যাগ; এক দুই তিন চার, স্বরাষ্ট্র উপদেষ্টার গদি ছাড়; স্বরাষ্ট্র উপদেষ্টার গদিতে আগুন জ্বালো একসাথে; অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন; সারা দেশে ছিনতাই কেন, প্রশাসন জবাব চাই; রক্তের দাম চাই, নিরাপদ দেশ চাই; মা বোনদের নিরাপত্তা দে, নইলে গদি ছেড়ে দে’ প্রভৃতি স্লোগান দেয়।

 

বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিব হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে আমাদের আকাঙ্ক্ষা ছিল এখানে সুশাসন, মানবাধিকার ও তার নৈতিক অধিকার ফিরে পাবে, একটি নতুন বাংলাদেশ উপহার দিবে কিন্তু এই অন্তর্বর্তী কালীন সরকার ব্যর্থ হয়েছে। আমরা দেখছি বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত ধর্ষণ, ছিনতাই ও হত্যার শিকার হচ্ছে। এর দায়ভার স্বরাষ্ট্র উপদেষ্টাকেই নিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা যদি তার দায়িত্ব পালন করতে না পারে, তাহলে স্বেচ্ছায় পদত্যাগ করবে অন্যথায় আমরা ছাত্র-জনতা তাকে গদি থেকে নামাতে বাধ্য হব।

 

বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আরিফুজ্জামন উজ্জ্বল বলেন, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে পাইনি। গণঅভ্যুত্থানের পর রাতের বেলা সাধারণ মানুষের জীবন হুমকির মুখে পড়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা যদি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হন, তাহলে দ্রুত পদত্যাগ করুন। আমরা বিকল্প ব্যবস্থা খুঁজে নেব। অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন এলাকায় জুলাই আন্দোলনকারীদের উপর যখন বর্বর হামলা চলছিল, তখন তিনি ডেভিল হ্যান্টের নামে বিপ্লবীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করেছেন।

তিনি আরও বলেন, প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এখনো আওয়ামী দোসররা বহাল রয়েছে। তাদের দ্রুত চাকরিচ্যুত করতে হবে। সারাদেশে খুন, ধর্ষণ ও ছিনতাইকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। আজকের মধ্যে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নিলে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগে বাধ্য করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০১:৩৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

দেশের আইনশৃঙ্খলা অবনতির দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। এরপর মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা সড়ক ২০ মিনিট অবরোধ করেন এবং সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

মিছিলে তারা ‘দফা এক দাবি এক, জাহাঙ্গীরের পদত্যাগ; এক দুই তিন চার, স্বরাষ্ট্র উপদেষ্টার গদি ছাড়; স্বরাষ্ট্র উপদেষ্টার গদিতে আগুন জ্বালো একসাথে; অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন; সারা দেশে ছিনতাই কেন, প্রশাসন জবাব চাই; রক্তের দাম চাই, নিরাপদ দেশ চাই; মা বোনদের নিরাপত্তা দে, নইলে গদি ছেড়ে দে’ প্রভৃতি স্লোগান দেয়।

 

বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিব হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে আমাদের আকাঙ্ক্ষা ছিল এখানে সুশাসন, মানবাধিকার ও তার নৈতিক অধিকার ফিরে পাবে, একটি নতুন বাংলাদেশ উপহার দিবে কিন্তু এই অন্তর্বর্তী কালীন সরকার ব্যর্থ হয়েছে। আমরা দেখছি বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত ধর্ষণ, ছিনতাই ও হত্যার শিকার হচ্ছে। এর দায়ভার স্বরাষ্ট্র উপদেষ্টাকেই নিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা যদি তার দায়িত্ব পালন করতে না পারে, তাহলে স্বেচ্ছায় পদত্যাগ করবে অন্যথায় আমরা ছাত্র-জনতা তাকে গদি থেকে নামাতে বাধ্য হব।

 

বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আরিফুজ্জামন উজ্জ্বল বলেন, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে পাইনি। গণঅভ্যুত্থানের পর রাতের বেলা সাধারণ মানুষের জীবন হুমকির মুখে পড়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা যদি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হন, তাহলে দ্রুত পদত্যাগ করুন। আমরা বিকল্প ব্যবস্থা খুঁজে নেব। অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন এলাকায় জুলাই আন্দোলনকারীদের উপর যখন বর্বর হামলা চলছিল, তখন তিনি ডেভিল হ্যান্টের নামে বিপ্লবীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করেছেন।

তিনি আরও বলেন, প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এখনো আওয়ামী দোসররা বহাল রয়েছে। তাদের দ্রুত চাকরিচ্যুত করতে হবে। সারাদেশে খুন, ধর্ষণ ও ছিনতাইকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। আজকের মধ্যে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নিলে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগে বাধ্য করা হবে।