সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১২:৫২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
সারাদেশে ধর্ষণ, ছিনতাইসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চেয়ে মানববন্ধন করেছে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে শিক্ষার্থীরা।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের সামনে ব্যানার ফেস্টুন নিয়ে অবস্থান নিয়ে শ্লোগান দেয় শিক্ষার্থীরা। পরে বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যার্থ হচ্ছে। ঘরের বাইরে নারীসহ কোন মানুষের নিরাপত্তা নেই। প্রতিনিয়ত ধর্ষণ, খুন, ছিনতাই বেড়েই চলেছে।
তাই রাষ্ট্রের নিরাপত্তা দিতে না পারায় স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ চান শিক্ষার্থীরা। বলেন, শহিদদের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় বসে জনগণের প্রত্যাশা পূরন করতে পারেনি।