আবুধাবিতে লটারিতে ২ বাংলাদেশির বাজিমাত

- আপডেট সময় : ০২:২১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ১০ বার পড়া হয়েছে
আবুধাবির বিগ টিকিটের সাপ্তাহিক ই-ড্রতে বাংলাদেশের এক গাড়িচালক ও এক নিরাপত্তারক্ষী বিজয়ী হয়েছেন। প্রতিজন আড়াই লাখ দিরহাম করে নগদ পুরস্কার পেয়েছেন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮২ লাখ টাকা।
লটারির আয়োজকরা সোমবার জানান, বিজয়ী দুই ব্যক্তি হলেন মোহাম্মদ মোজাম্মেল হক আখতার জামান ভূঁইয়া ও আলমগীর হাফেজুর রহমান। ৪৭ বছর বয়সী গাড়িচালক মোজাম্মেল ১৩ বছর ধরে দুবাইয়ে বসবাস করছেন।
সাত বছর আগে বিগ টিকিটের কথা জানতে পেরে তিনি ২০ জন বন্ধুর একটি দলের সঙ্গে প্রতি মাসে টিকিট কিনতেন। এবার পুরস্কার জিতে তিনি বলেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি, এই মুহূর্তটি কল্পনাতীত সুখের, এই অর্থ কিভাবে ব্যবহার করব, তা এখনো ঠিক করিনি। তবে একটি বিষয় নিশ্চিত, এই পুরস্কার বন্ধুদের সঙ্গে ভাগ করে নেব। আমরা সব সময় একসঙ্গে খেলেছি, তাই এই জয় আমাদের বিশ্বাস আরো দৃঢ় করেছে।
অন্যদিকে ৪২ বছর বয়সী নিরাপত্তারক্ষী হাফেজুর ১৫ বছর ধরে দুবাইয়ে বসবাস করছেন। এই প্রথমবারের মতো বিগ টিকিট জিতেছেন তিনি। সহকর্মীদের মাধ্যমে এই লটারির সঙ্গে পরিচিত হয়েছিলেন তিনি। এরপর ১০ জনের একটি দলের অংশ হিসেবে টিকিট কিনতেন।
লটারি জিতে হাফেজুর বলেন, ‘জয়ের খবর পেয়ে আমি আনন্দে অভিভূত হয়ে পড়ি। আমাদের দলের সদস্যদের মধ্যে এই অর্থ ভাগ করে দেওয়া হবে। এই অর্থ আমাদের জীবনে বড় পরিবর্তন আনবে। কেউ কেউ দেশের ঋণ শোধে এই অর্থ ব্যবহার করবে, আবার কেউ পরিবারকে সাহায্যে পাঠাবে। জয়ের এই সাফল্য আমাদের আরো উৎসাহ দিচ্ছে।
আমাদের পরবর্তী স্বপ্ন হলো গ্র্যান্ড প্রাইজ জেতা।’ আয়োজকরা জানিয়েছেন, চলতি ফেব্রুয়ারিতে একজন ভাগ্যবান বিজয়ী জিতে নিতে পারেন দুই কোটি দিরহাম। মাসে বাকি থাকা একমাত্র সাপ্তাহিক ই-ড্রতে আরো দুজন বিজয়ী আড়াই লাখ দিরহাম করে জয়ের সুযোগ পাবেন। সূত্র : গালফ নিউজ