১৪ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

- আপডেট সময় : ০১:৪৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ১২ বার পড়া হয়েছে
প্রায় ১৪ মাস পর জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত তারাকান্দি যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে সার উৎপাদন শুরু করেছে কারখানা কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার উপ প্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক।
তিনি বলেন, ২০২৪ সালে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কম্পানিতে সার উৎপাদন নিরবচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নেয় বিসিআইসি।
এজন্য সেখানে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে যমুনা সার কারখানায় গত বছরের ১৫ জানুয়ারি থেকে গ্যাসের চাপ কমিয়ে দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশর কম্পানি। এরপর থেকেই যমুনায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়।
ফজলুল হক বলেন, চলতি মাসের ১৩ ফেব্রুয়ারি থেকে গ্যাসের চাপ পুনরায় বৃদ্ধি করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশর কম্পানি। দীর্ঘদিন বন্ধ থাকা কারখানার যন্ত্রাংশ মেরামত ও এম্যোনিয়াম প্ল্যান্ট চালু করে রবিবার সন্ধ্যা থেকে ইউরিয়া উৎপাদন শুরু করা হয়।
দীর্ঘদিন পরে কারখানা চালু হওয়ায় খুশি কারখানার কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক, ডিলার ও স্থানীয় এলাকাবাসী।