কুমারখালীতে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ,আহত ১

- আপডেট সময় : ১১:২৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ৩১৪ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধে লুটপাটের অভিযোগ উঠেছে আপন চাচাতো ভাইয়ের বিরুদ্ধে এঘটনায় একজন আহত হয়েছেন। আহত ব্যাক্তি কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি আছেন বলেও জানা যায়।
শুক্রবার দুপুরে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকায় এই ঘটনা ঘটে। ভূক্তভোগী শিল্পি খাতুন জানান, দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে তারই জের ধরে আজ দুপুরে টিক্কা, রতন, নাঈম, শিহান, লুৎফর, লিটন, মিলন, লিখন, সাব্বির, জিহাদ, সবুজ, রাজিব, ইমরান, সম্রাট, ফ্লিম, সালমান, রাতুল সহ বেশ কয়েকজন জোরপূর্বক বাড়িতে ঢুকে তার মেয়ে তমা খাতুনকে মারধর করে এবং গোয়ালে থাকা ২ টা গরু যার মূল্য ৪লক্ষ টাকা এবং ২ টা ছাগল যার মূল্য ৫০ হাজার টাকা সহ ঘরে ঢুকে ডেকোরেশন এর মালামাল নিয়ে যায়। এতে প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানান তিনি।
এলাকা সূত্রে জানা যায়, নন্দলালপুর ইউনিয়নের দড়ি কমলপুর এলাকার টিক্কা দীর্ঘদিন ব্যাপক আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে গ্যাঞ্জাম মারামারি মত ঘটনা ঘটিয়েছেন৷ তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা না নিলে এলাকায় বিশৃঙ্খলা দেখা দিবে। এর আগেও একাধিকবার বিভিন্ন মামলায় আটক হয়েছেন এছাড়াও জাল টাকাসহ আটক হওয়ার মতো ঘটনা রয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ জানান, এখনো লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহন করা হবে।