ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সজারুর জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে কৃষক দম্পতির মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ১০ বার পড়া হয়েছে

ফসল রক্ষায় বৈদ্যুতিক ফাঁদ দেওয়া হয়েছিল।

দৈনিক মিরর টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীয়তপুরের জাজিরায় বন্যপ্রাণী সজারু থেকে ফসল রক্ষায় পাতা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারিয়েছেন এক কৃষক দম্পতি। আজ শনিবার সকালে উপজেলার বালিয়া কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ইদ্রিস খাঁ (৬৫) ও তাঁর স্ত্রী শেফালী বেগম (৬০)।

 

পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, জাজিরা উপজেলার বালিয়া কান্দি এলাকার ইদ্রিস খাঁ নিজ বাড়ির পাশের জমিতে ভুট্টা চাষ করেন। সেই জমির ভুট্টা বন্যপ্রাণী সজারু খেয়ে ফেলত। তাই ভুট্টা রক্ষা করার জন্য খেতের চারপাশে বৈদ্যুতিক সংযোগ দিয়েছিলেন তিনি। শনিবার সকালে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন না করেই ইদ্রিস খাঁ ও তাঁর স্ত্রী শেফালী বেগম ভুট্টা খেতে ঢোকেন।

 

এ সময় অসাবধানতাবশত ইদ্রিস খাঁ বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান। তাকে উদ্ধার করতে গিয়ে শেফালী বেগমও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

 

 

ইদ্রিস খাঁর ভাতিজা সাগর বলেন, ‘আমার কাকা-কাকি বৈদ্যুতিক ফাঁদে মারা গেছে। এটা খুবই দুঃখজনক ঘটনা। এভাবে যেন আর কারো মৃত্যু না হয়।’

 

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম হোসেন বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিজেদের বৈদ্যুতিক ফাঁদেই প্রাণ হারিয়েছেন তাঁরা। স্থানীয়দের কাছে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সজারুর জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে কৃষক দম্পতির মৃত্যু

আপডেট সময় : ১০:১৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

শরীয়তপুরের জাজিরায় বন্যপ্রাণী সজারু থেকে ফসল রক্ষায় পাতা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারিয়েছেন এক কৃষক দম্পতি। আজ শনিবার সকালে উপজেলার বালিয়া কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ইদ্রিস খাঁ (৬৫) ও তাঁর স্ত্রী শেফালী বেগম (৬০)।

 

পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, জাজিরা উপজেলার বালিয়া কান্দি এলাকার ইদ্রিস খাঁ নিজ বাড়ির পাশের জমিতে ভুট্টা চাষ করেন। সেই জমির ভুট্টা বন্যপ্রাণী সজারু খেয়ে ফেলত। তাই ভুট্টা রক্ষা করার জন্য খেতের চারপাশে বৈদ্যুতিক সংযোগ দিয়েছিলেন তিনি। শনিবার সকালে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন না করেই ইদ্রিস খাঁ ও তাঁর স্ত্রী শেফালী বেগম ভুট্টা খেতে ঢোকেন।

 

এ সময় অসাবধানতাবশত ইদ্রিস খাঁ বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান। তাকে উদ্ধার করতে গিয়ে শেফালী বেগমও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

 

 

ইদ্রিস খাঁর ভাতিজা সাগর বলেন, ‘আমার কাকা-কাকি বৈদ্যুতিক ফাঁদে মারা গেছে। এটা খুবই দুঃখজনক ঘটনা। এভাবে যেন আর কারো মৃত্যু না হয়।’

 

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম হোসেন বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিজেদের বৈদ্যুতিক ফাঁদেই প্রাণ হারিয়েছেন তাঁরা। স্থানীয়দের কাছে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’