মাতৃভাষা দিবসে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেল ৪ শতাধিক রোগী

- আপডেট সময় : ০২:৫৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ১২ বার পড়া হয়েছে
জামালপুরের মেলান্দহে ৪ শতাধিক অসচ্ছল অসহায় দুঃস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া কল্যান সংগঠন ও স্বাস্থ্য সেবা কেন্দ্র মাঠে সেচ্ছাসেবী সংগঠন ‘ঝাউগড়া কল্যান সংগঠন’ এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পে সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী ৪ শতাধিক গরিব অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী বিতরন করা হয়।।
ক্যাম্পে জামালপুর জেনারেল হাসপাতালের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক (ডেন্টাল) ডা: মুহাম্মদ এম আর সিদ্দিক, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ তোফায়েল হোসেন। গাইনি বিশেষজ্ঞ ডাঃ ফারজানা জাফরিন রিশাসহ মেডিকেল অ্যাসিসট্যান্ট ও ভলান্টিয়ারদের অংশগ্রহণে একটি মেডিকেল টিম নারী, শিশু ও বয়স্ক রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরন করেন।
আয়োজকরা জানান , বিনামূল্যে চিকিৎসাসেবা নেওয়ার জন্য এর আগে এলাকাজুড়ে মাইকিংসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। এর মাধ্যমে জানতে পেরে উপজেলার ঝাউগড়া ইউনিয়নসহ আশ পাশের বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসেন মানুষজন। সকাল থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ৪২০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়।
ঝাউগড়া কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলীর সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পইনে সংগঠনের সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম, সমাজসেবা বিষয়ক সম্পাদক ফারুক হোসেনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে আনন্দ প্রকাশ করে রোগীরা জানান, আজকে বাড়ির পাশে ডাক্তারদের পেয়ে আমরা খুশি। আমরা গরীর মানুষ চিকিৎসা করতে অনেক টাকা খরচ হয়। ডাক্তার দেখানোর টাকা হলে ওষুধ কেনার টাকা হয়না। কোনো খরচ ছাড়াই আজ ডাক্তার দেখালাম ওষুধও পেলাম। তাদের জন্য আমরা দোয়া করি। তারা যেন এভাবেই আমাদের মতো গরীব মানুষদের পাশে থাকে।
ঝাউগড়া কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী জানান, এমন আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আগে থেকেই দুয়েকজন মিলে এলাকার অসহায় মানুষজনকে সহায়তা করে আসছি। দুয়েক জন মিলে মানুষকে সহায়তা করে তেমন তৃপ্তি পেতাম না। আরও বেশি মানুষের কাছে মানবিক সহায়তা দেওয়ার লক্ষ্যে ২০১৭ সালে জেলার মানবিক ব্যক্তিদের নিয়ে ঝাউগড়া কল্যান নামের একটি সংগঠন গড়ে তুলি।
গঠনের পর থেকে প্রতিমাসে আমরা চিকিৎসা সেবা দিয়ে থাকি। গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা সেবা ছাড়াও সংগঠন থেকল ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী প্রদান, বেকারত্ব দূরীকরণে বিভিন্ন চাকরির তথ্য সহযোগিতা প্রদান কর হয়। গ্রামের অসহায় মানুষদের সহযোগিতা করাই ফাউন্ডেশনের মূল লক্ষ্য।’