ভারত-বাংলাদেশ ম্যাচে বাদ পাকিস্তানের লোগো, আইসিসিকে চিঠি পিসিবির

- আপডেট সময় : ০৩:০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
ম্যাচটি বাংলাদেশের সাথে অন্য দলের হলে হয়ত সেভাবে বিষয়টি নিয়ে আলোচনা হতো না। তবে প্রতিপক্ষ ভারত ছিল বলেই ‘এ’ গ্রুপের ম্যাচের ব্রডকাস্টের লোগোতে পাকিস্তানের নাম না থাকায় পড়ে গেছে শোরগোল। বাংলাদেশ ও ভারতের ম্যাচে ব্র্যান্ডিংয়ে পাকিস্তানের নাম বাদ দেওয়া নিয়ে আইসিসির কাছে তাই ব্যাখ্যা চেয়েছে আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বৃহস্পতিবার দুবাইয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার ম্যাচের সরাসরি সম্প্রচার চলাকালীন স্ক্রিনের ওপরের বাম কোণে লোগোতে ইভেন্টের নাম ছিল – চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। তবে পুরো ম্যাচে একবারও নিচে স্বাগতিক পাকিস্তানের নাম নয়, যেটি ভারত ছয় উইকেটে দেখা যায়নি।
বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে, কারণ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে করাচিতে পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচে স্ক্রিনের ওই একই জায়গায় ইভেন্টের নাম, সেইসাথে পাকিস্তানের নাম সম্প্রচারে দৃশ্যমান ছিল। শুক্রবার চলমান আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচেও রয়েছে একই চিত্র।
পাকিস্তানে গিয়ে ভারত এই টুর্নামেন্টে খেলতে রাজি না হওয়ায় তাদের সব ম্যাচ রাখা হয়েছে দুবাইতে। এমনকি ভারত ও পাকিস্তান ফাইনালে গেলে সেটাও হবে দুবাইতেই। ফলে ভারতের একটি ম্যাচে ব্রডকাস্টে লোগো থেকে পাকিস্তানের নাম বাদ দেওয়ায় পিসিবি ক্ষুব্ধ। এমন ঘটনা আর দেখতে চায় না তারা।
যদিও আইসিসি অনানুষ্ঠানিকভাবে পিসিবিকে বলেছিল যে, এটি একটি টেকনিক্যাল ত্রুটি ছিল বলে তাদের ধারণা। তবে এই ব্যাখ্যাটি পিসিবিকে অসন্তুষ্ট করেছে। কারণ, টুর্নামেন্টের গ্রাফিক্স বেশ আগেই প্রস্তুত করা হয় এবং আইসিসি লাইভ ফিডকেও তা আগে থেকেই সরবরাহ করা হয়। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের লোগোতে পাকিস্তানের নাম থাকায় বাংলাদেশ ও ভারতের ম্যাচে কেন পাকিস্তানের নাম বাদ পড়ল, তা নিয়ে অনিশ্চয়তায় আছে পিসিবি।
তবে আইসিসির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, ভবিষ্যতের কোনো ম্যাচে এমন কিছু আর হবে না। ম্যাচ সেটা পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরাত যেখানেই হোক না কেন। উল্লেখ্য, ভারতের পরবর্তী ম্যাচ আগামী রোববার। হাইভোল্টেজ সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ পাকিস্তান।