ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ব্যানারে প্রভাতফেরি, বিএনপির বিক্ষোভ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
দৈনিক মিরর টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা সংবলিত ব্যানার নিয়ে একুশে ফেব্রুয়ারির প্রভাতফেরিতে অংশ নিয়েছেন। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও জনসাধারণ ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ মিছিল করেছে।

 

শুক্রবার সকালের পানপট্টি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এমন ঘটনায় স্থানীয় বিএনপিসহ সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বিএনপি ও স্থানীয়রা বিক্ষোভ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রয়ের অপসারণের দাবি করেন।

 

এর আগে সকাল ৮টায় আয়োজিত প্রভাতফেরিতে শিক্ষার্থী ও স্থানীয়রা অংশ নেন। র‌্যালির সামনের সারিতে শিক্ষার্থীদের হাতে ওই ব্যানার দেখা যায়। যেখানে প্রধান শিক্ষক নিহার রঞ্জনের উপস্থিতিতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিরা অংশ নেন। পরে ব্যনারটি শহীদ মিনারের পাশে টানিয়ে রাখা হয়।

 

বিক্ষোভ মিছিলে স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম মৃধা, আবুল কালাম ও মাসুম বিল্লাহ অভিযোগ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রয় ইচ্ছাকৃতভাবে ব্যানারে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান ব্যবহার করেছেন। তারা বলেন, ‘এটি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে করা হয়েছে। তাই প্রধান শিক্ষকের বিচার ও অপসারণের দাবি জানাচ্ছি।’

 

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রয় বলেন, এ বছর স্কুলের পক্ষ থেকে ব্যানার তৈরি করা হয়নি। ওই ব্যানারটি গত বছরের, স্কুল শিক্ষার্থীরা কোথায় পেয়েছে আমি জানি না।

 

গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, ঘটনা ঘটার পর আমি জানতে পেরেছি। এটা ন্যাক্কারজনক ঘটনা। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান বলেন, ‘এ ধরণের অবশ্যই নিন্দনীয়। ঘটনা শোনার পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আজই তাকে শোকজ করা হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ব্যানারে প্রভাতফেরি, বিএনপির বিক্ষোভ

আপডেট সময় : ০৩:৩৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা সংবলিত ব্যানার নিয়ে একুশে ফেব্রুয়ারির প্রভাতফেরিতে অংশ নিয়েছেন। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও জনসাধারণ ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ মিছিল করেছে।

 

শুক্রবার সকালের পানপট্টি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এমন ঘটনায় স্থানীয় বিএনপিসহ সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বিএনপি ও স্থানীয়রা বিক্ষোভ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রয়ের অপসারণের দাবি করেন।

 

এর আগে সকাল ৮টায় আয়োজিত প্রভাতফেরিতে শিক্ষার্থী ও স্থানীয়রা অংশ নেন। র‌্যালির সামনের সারিতে শিক্ষার্থীদের হাতে ওই ব্যানার দেখা যায়। যেখানে প্রধান শিক্ষক নিহার রঞ্জনের উপস্থিতিতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিরা অংশ নেন। পরে ব্যনারটি শহীদ মিনারের পাশে টানিয়ে রাখা হয়।

 

বিক্ষোভ মিছিলে স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম মৃধা, আবুল কালাম ও মাসুম বিল্লাহ অভিযোগ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রয় ইচ্ছাকৃতভাবে ব্যানারে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান ব্যবহার করেছেন। তারা বলেন, ‘এটি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে করা হয়েছে। তাই প্রধান শিক্ষকের বিচার ও অপসারণের দাবি জানাচ্ছি।’

 

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রয় বলেন, এ বছর স্কুলের পক্ষ থেকে ব্যানার তৈরি করা হয়নি। ওই ব্যানারটি গত বছরের, স্কুল শিক্ষার্থীরা কোথায় পেয়েছে আমি জানি না।

 

গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, ঘটনা ঘটার পর আমি জানতে পেরেছি। এটা ন্যাক্কারজনক ঘটনা। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান বলেন, ‘এ ধরণের অবশ্যই নিন্দনীয়। ঘটনা শোনার পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আজই তাকে শোকজ করা হচ্ছে।’